‘বিএনপির ভারত প্রীতি, কখনো ভীতি’

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৪ আগস্ট ২০১৬ , ০৯:২৬ পিএম


‘বিএনপির ভারত প্রীতি, কখনো  ভীতি’

মিথ্যাচারকে পুঁজি করে বিএনপির রাজনীতি। কখনো ভারত প্রীতি, কখনো ভারত ভীতি। রামপাল নিয়ে আওয়ামী লীগ আর ভারতকে একসঙ্গে মেলাচ্ছে বিএনপি। বলেলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

বুধবার  বিকেলে রাজধানীর মোহাম্দপুরে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নামক দলের মুড হচ্ছে নন ইস্যুকে ইস্যু বানিয়ে বিতর্ক সৃষ্টি করা। বিতর্কই এখন দলটির প্রাণ। আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আসে না। বিএনপির আন্দোলনের ডাক এখন হাসি-তামাশার বিষয় হয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, রোজার পর, পরীক্ষার পর, ঈদের পর সর্বাত্মক আন্দোলন হবে। আন্দোলন আর আসে না। এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর?

আওয়ামী লীগের এ নেতা বলেন, যার নিজের ঘরে ঐক্য নেই, সে দিচ্ছে জাতীয় ঐক্যের ডাক। নিজের দলেই গণতন্ত্র নেই, সে কিভাবে দেশে গণতন্ত্র আনবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল বলেন, নেতাকর্মীদের নির্যাতন দেখে আপনার চোখে জল আসে। ৪১ বছর ধরে আমরা শুধু কাঁদছি। আমাদের চোখের জল শুকিয়ে গেছে। ৭৫ থেকে ৪১ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত আপনাদের হাত। এখন কার জন্য মায়া কান্না করছেন?

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এইচটি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission